নিয়মাবলী

১. যে কোন কৃষি পন্য ক্রয়-বিক্রয় সংক্রান্ত তথ্য বিনামূল্যে ওয়েব সাইটে সংযোজন করা যাবে।

২. পন্য সংযুক্ত করতে চাইলে আপনাকে এখানে সদস্য হতে হবে। এর জন্য কোন ফি দিতে হবে না।

৩. আমাদের নিকট ফোন করেও একজন কৃষক তার পণ্য সংক্রান্ত তথ্য দিয়ে উৎপাদিত পণ্য সংযুক্ত করতে পারবেন।

৪. পন্য সংযোগের জন্য সঠিক তথ্য এবং প্রকৃত পণ্যের ছবি ব্যবহার করতে হবে।

৫. আপনার প্রদত্ত কোন তথ্য/পণ্য সঠিক না হলে আপনার সদস্যপদ বাতিল করতে কর্তৃপক্ষ বাধ্য হবে।

৬. কৃষিমার্কেট ডট কম শুধু কৃষি পণ্যের তথ্য ও ছবি প্রদর্শন করবে। পণ্য ক্রয়-বিক্রয় সংক্রান্ত কোন বিষয়ের সাথে জড়িত থাকবে না। ফলে পণ্য ক্রয়-বিক্রয় এর সমস্ত দায়ভার ক্রেতা এবং বিক্রেতাকে বহন করতে হবে।

৭. সদস্য হতে হলে ওয়েব সাইটের উপরে-ডানের "'সদস্য হোন" লিংক এ ক্লিক করে সদস্য ফরমটি সঠিকভাবে পুরন করুন।



৮. আপনি সদস্য হয়ে গেলে আপনাকে পাসওয়ার্ড জানানো হবে।

৯. লগিন করতে সাইটের বামে লগিন ফরমে প্রথমটিতে আপনার মোবাইল নম্বর এবং দ্বিতীয় ফরমটিতে আপনার পাসওয়ার্ডটি লিখে "লগ ইন" বাটনে ক্লিক করলে আপনি লগিইন হয়ে যাবেন এবং আপনার একাউন্ট সংক্রান্ত প্রয়োজনীয় লিংক পাবেন।


১০. পন্য সংযুক্ত করতে "নতুন পন্য সংযোজন" লিংকে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য পুরন করে সাবমিট করুন।